এই দেশটা মামাদের ছিল
একাত্তরে সৎ ভাইয়ে নিল
ভাতিজার কাঁধে ভর করে ফের
চব্বিশে নিলাম আমরা।
দিলাম পুড়িয়ে দলিল যত
এখন সাজাবো আমার মত
কেউ এসে কিছু বলে যদি
গুটিয়ে দেবো চামড়া।।

একাত্তরে মামার পক্ষে
লড়াই করেছি জেতার লক্ষ্যে
পরাজিত হয়ে যন্ত্রনা সয়ে
কইনি কোনোই কথা।
মনের দুঃখ মনেতে রেখে
ক্ষোভ পুষেছি তখন থেকে
চব্বিশে এসে প্রতিশোধ নিয়ে
আনলাম স্বাধীনতা।।