উদাস দুপুর- একলা বসে কতো কিছুই ভাবি,
মনের ঘরে দাপিয়ে নাচে মন ভাঙ্গা সব দাবি।


দুষ্ট হাওয়া বাউলিয়া গায় পোয়াতি ধানক্ষেতে,
আঙিনাতে পায়রাজােড়া আদিম খেলায় মেতে,
বড্ড তখন ইচ্ছে করে-  তোমায় কাছে পেতে।


ব্যথায় মলিন অমূল্য দিন উদাস সময় কাটে,
বিকিকিনির পরসা সাজাই মানুষবিহীন হাটে।


তালপাখায় জুড়ায় না প্রাণ  শরতী-খরতাপে,
সাদা মেঘের উড়ন দেখে-  চাতকিনী  হাঁপে,
সোহাগবিহীন মানবজমিন থর্-থরিয়ে কাঁপে।


১৩ আগষ্ট ২০২২, লালমনিরহাট।