এক.
গভীর উপলব্ধি। ভাবনা বিষয়!
মানুষ আকাঙ্খা- কেবলই জয়!
         সামান্য জ্ঞানে,
         চাটুকারী ধ্যানে
প্রকৃতিকে ঠকিয়ে তা- সম্ভব নয়!


এককোষ বহুকোষ কে আগে রয়,
ক্ষীন আলোয় খুঁজি তার পরিচয়!
         হিসেব অধরা
         কী আর করা!
প্রকৃতি লুকিয়ে রাখে কত বিস্ময়!
         ==()()==


দুই.
ডিম আগে না মুরগী আগে
    কোথায় রাখি মত?
চারশ'-কোটি বছর আগেই
    হারিয়ে গেছে পথ!


তবুও জ্ঞানের বড়াই করি
  প্রকৃতিকেই চেঁপে ধরি
নিজেই করি নিজের দেহে
     মস্ত বড়ো ক্ষত্!
       ==()()==