সেই যে সেবার-
মধ্য দুপুর- বৃষ্টি এলো নেমে-
তোমার বাড়ির আঙিনাতে
একটু গেলাম থেমে।
ঠিক সেদিনই হয়তো আমি
পড়েছিলুম প্রেমে!


প্রেম কি বলে-কয়ে আসে বলো?
মুখ বলেনি, চোখ বলেনি,
মন বলেছে-
ও পথ ধরেই চলো!


চলছি এবং জ্বলছি প্রতিক্ষণ-
হৃদাঞ্চলে অবাক শিহরণ!
কিন্তু তুমি-
খবর রাখো কই?
মেঘ জানে না জলের আশায়
চাতক হয়ে রই!