( লালমনিরহাট সাংস্কৃতিক অঙ্গণে অযাচিত, ভিন্নমতালম্বি স্বার্থলোভীদের হঠাৎ বিচরণে ক্ষুব্ধ আমার এক বড়ভাই- শামীম আহমেদ। এ নিয়ে তিনি সম্প্রতি ফেসবুকে নিজের টাইম লাইনে স্ট্যাটাস দিয়েছেন। ওদের বিরুদ্ধে প্রকৃত সাংস্কৃতিকর্মীদের আন্দোলণ গড়ে তোলার আহবান জানিয়েছেন। তাঁর মতামতের প্রতি শ্রদ্ধা রেখে আমার এই ব্যঙ্গ ছড়াটি।)


আমি জানি এটা তোরই অঙ্গণ-
তবু সীমা- রোজ করি লংঘন!
এ নিয়ে কথা কেন? ছাড় তো!
আমার আছে- ক্ষীণ এক স্বার্থ!


ঘাম ছাড়া নাম কেনার ইচ্ছা-
রোজ এসে জুড়ি তাই কিচ্ছা।
আয়- মিলেমিশে করি চেষ্টা-
রসাতলে যায় যাক দেশটা!


চারদিকে কতো জন-ই খাচ্ছে
খাওয়াতেই সুখ তারা পাচ্ছে।
আজকাল সুখ মেলে সস্তা-ই!
তুই-আমি দেখে দেখে পস্তাই!


কৌশল- লাগে সেটা কিনতে
ফাঁক-ফোঁক হয় কিছু চিনতে!
তুই ব্যাটা গাধা এক- আস্তো,
বুঝিস না এতসব কাজ তো!


তাই আসি দিতে তোকে দীক্ষা
দেখে তুই-  নিবি কিছু শিক্ষা!
নিজের ভালোটা যদি বুঝতি-
আমি নয়, তুই আমায় খুঁজতি।


জাতি নিয়ে-  করতি না চিন্তা,
জাতি কীরে? নাচ তুই ধিন-তা!
লুটেপুটে খায় যে- সে বোদ্ধা-
এই জাতি তাকে করে শ্রদ্ধা।


শ্রদ্ধা কী চাস না- এ বঙ্গে?
আয় তবে। আয় আমার সংগে!
মিলেমিশে খুঁড়ে ফেলি গর্ত-
রোজগার- করি কিছু অর্থ।।