‍‍“কী আর বলি- দাদুরে
গাছ কৃষকের
কলা যে খায় বাদুরে।”


রোদে পুড়ে বৃষ্টি ভিজে
কৃষক বারোমাস,
করে ফসল চাষ;
মধ্যসত্ত্ব ভোগী করে-
সবার সর্বনাশ।


ন্যায্যমূল্য পায়না চাষি,
ওরাই মারে দান
হয় রে লাভবান!
ভোক্তা গোণে চড়ামূল্য
পায়না পরিত্রান।


এই বিষয়ে কতৃপক্ষের
নজরটা দরকার,
কি করে সরকার?
কৃষক যদি দেশেরপ্রাণ,
করুন সুবিচার!