পরিচ্ছন্ন পোষাকের ভেতর ক্ষুধার্থ হায়না।
পেটের চামড়া পাকস্থলীকে পাশ কাটিয়ে
শিরদারা ছুঁতে চলেছে ;
তবু দু’চোখের তারায় নাচে স্বপ্নের গাংচিল!


মধ্যবিত্ত!
ধার-দেনায় চলে অতিথি আপ্যায়ন।
ঠোঁটের মেকি হাসিতে দুঃখ-ক্লেশ ঢেকে রাখার চেষ্টা।
যাপিত জীবনের দুর্বিত্ত সময় অতিক্রম করে-
নদীর মতো গতিপথ বদলিয়ে মিশে যেতে চায়-
সুখের মোহনায়। কিন্তু পথ শেষ হয় না,
পরমায়ূ ফুরিয়ে যায়।