যতো কয় ততো নয়-
তবু সাজি মহাশয়!
করি-হরি নৃত্য!
ভক্তেরা ঘিরে থাকে!
কত কি নামে ডাকে!
কেউ সাজে ভৃত্য!


ভাবে লোকে মহাজ্ঞানী!
মস্তো হরির ধ্যানি!
রাখে ভুল তথ্য!
আসলে যে আমি ঠগ-
করি ঝুট বকবক!
বোঝেনা সে সত্য!