খিড়কিটা দেই বন্ধ করে-
দরজাতে দেই খিল,
দেখবো না আজ  আকাশটাকে
হোক সে যতো নীল।


যতোই ডাকুক পাহাড়-নদী,
কিংবা বনের পাখি
কারো সাথে আজ হবেনা
আমার মাখামাখি।


আজকে আমি শুনবো নাকো
দোয়েল-শ্যামার গান,
ভরদুপুরে ঝিঁ ঝিঁ ডাক আর
নদীর কলতান।


আজকে ফুলের ঘ্রাণ নেবোনা
হোক সে রঙিন ভারি,
আজকে আমার মন ভালো নেই
তাইতো দিলাম আড়ি!!


### ০৪ সেপ্টেম্বর ২০১৭, লালমনিরহাট###