মন্দ কথা গন্ধ ছড়ায়
প্রচর যে পায় অতি
সেই কথাটাই দেশ ও দশের
আনতে পারে ক্ষতি।


মন্দ কথায় ছন্দ তো নেই
দ্বন্দ্ব থাকে ঢের
কথায় কথায় আসতে পারে
সেই কথাটার জের।


মন্দ কথা বলবো না আর
এই যদি হয় পণ
ভালোর আলো ছড়িয়ে দিতে
লাগবে কতক্ষণ?


মিথ্যেও যে মন্দ কথা
থাকুক মধু যত
কালকে সেটা প্রমাণ হলেই
করবে গভীর ক্ষত।


মন্দ কথা, মিথ্যে কথা
ওরা দুজন ভাই
আমার মতে এই জীবনে
দিওনা ওদের ঠাই।