জানা আছে নানা শখ মনে বাসা বাঁধে
জানালার ফাঁক গলে- হাত রাখি চাঁদে
শখ হলে- মনে মনে ডানা মেলে উড়ি
লাল গ্রহে, নীল গ্রহে- করি ঘোরাঘুরি।


বাস্তবে বাঁধা থাকে- স্বপনে তো নাই
চোখ দুটি মুদলেই- কতো কিছু পাই!
সাত সিন্ধু, তেরো নদী পলকেই পার
যখন যা সাধ হয়, ধারি কারো ধার?


নানা পদে’ খানা খাই টক-মিঠে-ঝাল
টপাটপ ফল গিলি- হোক সে মাকাল!
বিসকুট, রিচ ফুড, কোড়মা ও কারি
নিরালায় শুয়ে-বসে খাই হাঁড়ি হাঁড়ি!


মনে মনে রাজা হই, প্রজা বাকি সব
হুকুমে চালাই দেশ- মজার অনুভব!
আরো কতো মজা লই নির্জনে একা
কাগজ-কলমে অত যায়না তো লেখা।