গাঁয় মানে না, নিজে মোড়ল
মোড়ল হবু মিয়া
চা হয় ঠান্ডা, আসর গরম
গরম চাপা দিয়া।


চুলাের হাঁড়ি কুকুর চাটে,
চাটে বিড়াল থালা,
শহর বন্দর হবু ঘোরে
ঘোরে গলায় মালা।


রাজা-মন্ত্রীর ডাকাডাকি
ডাকাডাকি রোজ,
কখন যাবে কার বাড়িতে
কার বাড়িতে ভোজ!


দাদায় ছিলো মস্তো উকিল
উকিল যারে কয়?
ওসি-এসপিও মান্য করতো
করতো জজে ভয়!


গভীর রাতে বাড়ি ফিরে
ফিরে খালি হাতে,
উপাস করে রাত্রি কাটায়
কাটায় দুখের সাথে।