(আমার গতকালের ছড়ায় বৈদূর্য কবি সঞ্জয় কর্মকারের মন্তব্যের জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লেখা ছড়াটি কবির সম্মানে আসরে প্রকাশ করা হলো)


আজকে যিনি ঠেলছে সমাজ
বেলতো আগে রুটি,
শিক্ষা-দীক্ষার বালাই তো নাই
বিদ্যাকে ভ্রু-কুটি!


এখন যে তার চলা-ফেরায়
উপচে পড়ে ঠাট্
লোকে চোখে রাজার রাজা
মস্ত বড়ো লাট!


বাবা ছিলেন ক’দিন আগে
সদরঘাটের মাঝি;
হালে তিনি-ই সমাজপতি
সকল কাজের কাজী।


কাজী সা’বের পাঁজিগিরি
দেখলে লাগে ধাঁধা,
নিজকে তিনি মানুষ ভাবেন
বাকি সবাই গাধা!