সইতে হয়
বইতে হয়
নত হয়েও রইতে হয়।
আর কতদিন চলবে?
কেউ কি আমায় বলবে!


বলতে হয়
চলতে হয়
সময় মত জ্বলতে হয়।
না জ্বললে স্বাধীনতা -
কখনো বইবে না কথা।


শিখতে হয়
টিকতে হয়
উচিত কথা লিখতে হয়
না লিখলে স্বৈরাচার
দেবে না তো মুক্তি, ছাড়!


রচনাকাল : ১৩ ডিসেম্বর ১৯৮৭, নাখালপাড়া, ঢাকা।