চলি তাড়াতাড়ি, ঝিক্ ঝিক্ গাড়ি- ঈদে।
আশা ঝলকে, খুশী ছলকে- বুক সিধে!
ঘরে ভাই-বোন, ভরা চার কোণ; রোজ-
অভাবের তাড়া, হই দিশাহারা, খোঁজ
যদি সুখ পাই, এ-টুকু চাই, হে ..আল্লা'!
শেষে সু-খবরে, চাকুরীর পরে- পাল্লা-
শহর ঢাকাতে; স্বপ্ন মাখাতে... মনটা!
ছ' মাস পরে- আপনা ঘরে- ছুটিঘন্টা!


ফসলের মাঠ, নদী, খেঁয়া-ঘাট দৌড়ে-
যেনাে ঘুরছে; কভু উড়ছে পানকৌড়ে!
বাজে বাদ্য যথা সাধ্য জামা-জুতো সবে
ভাইবোন মিলে কী খুশী দিলে- উৎসবে!
ধূ-প্রান্তরে..আঃ ঠক্ করে.. থামে রেলটা,
কী হলো ভাই? কানে এলো- 'নাই তেলটা!'


-------------------------------------
বিঃ দ্রঃ-
প্রিয় পাঠক, কবিতাটি রূপক কিন্তু বাংলাদেশের কিছু পয়েন্টে রেলের তেল চুরির মহোৎসব দেখলে অবাক হবেন। লালমনিরহাট রেলওয়ে জংশন একটি পয়েন্ট।