ঐযে তোমার নাকছাবিটা
থাকে যখন নাকে-
বিধাতা এক অরূপ ছবি
তোমার মুখে আঁকে,
লজ্জা পেয়ে চাঁদটা গিয়ে
লুকায় মেঘের ফাঁকে,
একান্ত সেই ব্যাপারগুলো
বলবো আমি কাকে?


পাগল পারা ইচ্ছে যত
আবেগে রঙ মাখে-
অসংকোচের বাঁধন খুলে
সকাল সাঁঝে ডাকে!
অলক্ষ্যে তাই হারিয়ে যাই
স্মৃতির বাঁকে বাঁকে,
কিন্তু তোমার মনটা কিগো
ওসব খবর রাখে?