নাটের গুরু ডাটে থাকেন
সাত পর্দার আড়ালে,
যায় না ছোঁয়া, যায় না ধরা
হাতটা কেবল বাড়ালে।


‍‍‍‘কান টানলে আসবে মাথা'
জানে সেটাও চাড়ালে-
‌পার পাবে না কোন বাবু-ই
সবাই রুখে দাঁড়ালে।’


‘থাকতে সময় সূত্র খোঁজো
দিশ পাবেনা হারালে,
শান্তি শেষে আসবে দেশে
এই গুরুকে তাড়ালে।।’