ঝাকা ভরা- আছে ছড়া
বলো নেবে নাকি?
ছড়ায় আছে প্রজাপতি-
আছে ফুল-পাখি।


নদী-নালা, গাছপালা
আরো আছে বিল
শাপলার হাসি আছে
আছে গাংচিল!


ছড়ায় আছে- মৌমাছি
বোলতার ঝাক,
ছড়ায় আছে কাশফুল
শেয়ালের ডাক!


আছে চাঁদ আছে তারা
সূর্য ও মেঘ
নেবে নাকি মুঠো মুঠো
প্রকৃতির আবেগ?