নীলাঞ্জনা! কোথায় তোমার-
নীলাভ দু’টি আঁখি?
সেথায় কেনো- ছলাৎ ছলাৎ
জলের মাখামাখি?

কই হারালে ভালোবাসা?
বেঁচে থাকার দৃঢ় আশা!
কোথায় গেলো সুখপায়রা
দিয়ে তোমায় ফাঁকি?