হুজুর কথনে দোষ থাকে না
থাকলে ধরতে নেই।
রাজার সাথে হাজার হলেও
বাহাজ করতে নেই।


টিকিট বিহীন রেল গাড়িতে
কখনো চড়তে নেই।
স্বপনে পাওয়া লিফলেটগুলো
পেলেও পড়তে নেই।


মূল্য না দিয়ে হাটের সওদা
থলিতে ভরতে নেই।
শক্তি না মেপে কারোর সাথে
সহসা লড়তে নেই।


অন্যের জমি দখল করে
প্রাসাদ গড়তে নেই।
আমল-ঈমান ঠিক না করে
আগেই মরতে নেই।।