(শ্রদ্ধেয় শংকর দেবনাথের 'সপ্তপদী কবিতা' ও "একটি অমিল ছড়া"-এর
মন্তব্যের ঘরে লেখা আমার দুটি লিমেরিক। আজ আসরে প্রকাশ করে
প্রিয় ছড়াকারকে সম্মান জানানোর চেষ্টা...)


১/ নদী


আমার বুকের মধ্যখানে কতো-ই ক্ষত এঁকে-
বয়ে গেছো নদী হয়ে এপাশ-ওপাশ বেঁকে!
রেখে গেছো স্মৃতির পলি-
ফুটছে তাতে দুখের কলি!
তবুও বলি-"ভালো থেকো প্রিয় আমার থেকে!"
      --------<><><>---------


২/ অমিল


অমিলেই মিলে কতো ছন্দের কাজ
গুরু সেতো গুরু-ই নাই থাক সাজ!
খোকাবাবু বোকা নয়,
এবং...একরোখা নয়,
মন্দের সন্দেহে চোখ ভরা লাজ!!
      --------<><><>---------