পাগল যদি আগল ধরে
হয়না তাতে দোষ
দোষের বোঝা মাথায় নিয়ে
ঘোরে নন্দঘোষ!


নন্দঘোষের মন্দ কপাল
বুদ্ধিরা যায় কেঁচে
রাজার রাজা মদক গিলে-
দুধ বাজারে বেচে!


হয়না জীবন সমান্তরাল
উল্টো পথে হেঁটে-
সাধের জনম বৃথা গেল
শুধুই বেগার খেটে!