নুন দিও না ঘায়
পড়ছি তোমার পায়
যেমন তুমি চলতে বলো
চলবো ডানে-বায়!

কে বা রাখে দায়
কার ভালো কে চায়
স্বার্থ নিয়েই ছুটছে সবে
আপন মোহনায়!

কী বা আর উপায়
চড়বো তোমার নায়
গু ও গোবর আমিও খাবো
অন্যে যেমন খায়!