চরায় শুয়ে খরায় পুড়ে-
ভাবছি কোথা’ শীত!
সবুজ সবুজ অবুঝ হৃদয়
তোমায় খোঁজে মিত!


সেই যে রঙিন সোনালী দিন
রোদের লুটোপুটি-
কই হারালো তোমার আমার
কৃষ্ণ-রাধার জুটি?


জুটি বেঁধে-ই দুটি মনের-
স্বপ্ন কতো আঁকা!
সে সব এখন স্মৃতির ঘরে
থরে থরে রাখা!


রেখে কী লাভ কেবলি চাপ
চাপেই জীবন শেষ;
খাঁচার পাখি বাঁধন কেটে
কবেই নিরুদ্দেশ!


নষ্টা-লজির অষ্টা-আঙুল
আড়বাঁশিতে বাজে
সুরে-ই দূরে অচিনপুরে-
হারাই সকাল সাঁঝে!