.
       দেখে-বুঝে নাও চালিও
           ও রঙ্গিলা মাঝি;
       নদীর আছে নানান গতি
          বাতাসে কারসাজি!


    ঢেউয়ের দোলায় দুলবে তরী
        শক্ত হাতে বৈঠা ধরি-
      উতাল নদী পারি দিলেই
       জিতবে প্রেমের বাজী!!


        স্বার্থ যদি বাঁধে বাসা
      ভালোবাসার মিছে আশা
    আশায় আশায় জীবন যাবে
          বন্ধু হবে না-রাজি!