ছন্দ নিয়ে দ্বন্দ্ব মনে-
খুলছি ছড়ার ঝাপি,
মাত্রা গুনে যাত্রা শুরু
গুনতে গিয়ে হাঁপি!


অক্ষর-বিত্ত স্বর-বিত্ত
নিয়ম-কানুন নানা,
এমন ছড়াকার গো আমি
কিচ্ছুটি নেই জানা।


নেইতো কিছু নিজের পেটে
জ্ঞানের ঝুলি খালি!
নিচ্ছি যা ধার করছি প্রচার
পাচ্ছি তবু তালি!