'কুহু-কুহু' কোকিল ডাকে
'কা-কা' ডাকে কাক
'কুক কুরু কু' ডেকে ডেকে
মোরগে দেয় বাক।
'টি- টি' করে টিয়া ডাকে
'চিঁ-ই-চিঁ' ডাকে চিল
ময়না, কাকাতুয়ার ডাকে
অনেক পাখির মিল।
ঘুঘু ডাকে 'ঘু-উ-ঘু ঘুক্'
'কুট্টুম' কুটুম পাখি
কিচিরমিচির শব্দে চড়ুই
করে ডাকাডাকি।
চাতক ডাকে 'চোখ গেলোরে'
সকাল বিকাল রাতে
হুতুম পেঁচার 'হুৎ-হুৎ' ডাক
কাঁপন ওঠায় দাঁতে।
'কক্ কক্ কক্' বকে ডাকে
'চিঁহি হি হি' মাছরাঙা
'ডুব ডুব ডুব' কোঁড়া ডাকে
আওয়াজ ভাঙ্গা ভাঙ্গা।
'টুন টুন টুন টুইক টুইক'
টুনটুনিরা গায়
দোয়েল শ্যামার ডাক শুনলে
প্রাণ জুড়িয়ে যায়।।