রোজায় খোঁজা পূণ্য,
পাপের- তাপে বান্দা।
কারোর হাঁড়ি- শূন্য,
রুটি রুজির ধান্দা।


করোনায় মন্দা হাল-
খাচ্ছি বাসি-গান্ধা
রেশনের পঁচা চাল
একবেলা হয় রান্ধা।


কেউ ফুলে- কলাগাছ
যাদের দু'চোখ আন্ধা
রাখছে না শরম-লাজ
নিচ্ছে হেঁকেই চান্দা।।