সারাদিন প্যারা, এর ওর গ্যারা নিচ্ছি
এই কড়া রোদে এই বৃষ্টির জলে ভিচ্ছি
গতকাল প্যারা দিয়েছিলো এক পিচ্চি।


শোনবেন নাকি? শোনেন তা হলে বলছি-
আমি আর ভুতু ব্যাগ হাতে হাটে চলছি
সে এসে বলে- ছায়া নাকি তার দলছি।
ছায়া সেতো ছায়া তার প্রতি মায়া হেন?
ওতে কি রে প্রাণ-? বিধাতার দান যেন!
"নাই বা থাকলো, তুই পা রখবি কেন?"


ভুল হয়ে গেছে ক্ষমা করে দে ভাইরে
রাখবো মনে... ফের যদি পথে যাইরে
"ভুলের মাসুল দিতে হবে আজ তাইরে!"


কি মাসুীল দিবো? শুনি পেতে এই কানটা!
"ছায়া মাড়িয়ে করেছিস - যেই অপমানটা..
শোধ হয় নাকো- বিনিময়ে নিলেও জানটা।
বল তোর কাছে টাকা কত আছে?" শ-দুই
কিনবো হাটে- চাল, ডাল, তেল, নুন, পুঁই!
"ঠিক আছে ওটুকু দিয়ে বাড়ি ফিরে যা তুই।"