বললো এসে ভুতো-

- ডানে বামে হাজার মানুষ
সবাই খোঁজে ছুঁতো।
ন্যায়ের পথে চলতে গেলেই
সামনে-পিছে গুঁতো!"

- তবে উপায় কি?

- মন্দ বলে বলুক লোকে
করুক না ছি! ছি!
আঙুল বাঁকা করলে এখন
জুটছে পাতে ঘি!

# ০৭ জুন ২০২২, লালমনিরহাট।