আজকে তো সেই পহেলা জানুয়ারি-
          মাজায় বিছা, কানের দুলে
নুপূর পায়ে, খোলা চুলে,
অঙ্গে- চটক  হলুদ রঙের  শাড়ি;
ঠোঁট রাঙিয়ে মিষ্টি পানে-
             উছল নদীর কলতানে-
প্রথম সেদিন এলে আমার বাড়ি।।


ডাগর চোখে  সাগর নেচে ছিলো।
ইশারাতে  আমায়  ডেকে নিলো।
           একটুখানি কাছে যেতে
পাগলা হাওয়া উঠলো মেতে
সুযোগ বুঝেই মনটা নিলে কাড়ি।
আজকে তো সেই পহেলা জানুয়ারি!


আজকে তো সেই বছর শুরুর দিন!
জীবন সপে প্রেমের পাশায়,
      বুক বেঁধেছি আশায় আশায়
নিত্য বেড়ে-ই চলছে স্মৃতির ঋন।
আজকে তো সেই বছর শুরুর দিন!
--------------------------------
০১ জানুয়ারি ২০১৮, লালমনিরহাট।