লুটেপুটে খাই না কিছুই
খাচ্ছি যখন যা পাচ্ছি
দোষের হলে কায়দা করে
এপাশ ওপাশ চাপাচ্ছি।


পরের সুখে জ্বলছি নাতো
হাত-পা ছুঁড়ে দাপাচ্ছি
দিন বদলের জন্য-রে ভাই
অন্ধকারেও হাঁপাচ্ছি?


চাই না কখন পরের পতন
মনে মনে লাফাচ্ছি
অন্যের আবাস পোড়ে যখন
সুখের আগুন তাপাচ্ছি।


বোধের ঘরে দেই না তালা
অন্তঃমনে ঘা পাচ্ছি
নিজের রাস্তা মাপবো কখন
অন্য জনের মাপাচ্ছি।


যখন যেথা সুযোগ থাকে
মর্জি মতই খাপাচ্ছি
পর উপকার করি বলেই
পান-সিগারেট চা পাচ্ছি।