সংসারে সুখ নাই! সুখ আছে কই?
দিনে-রাতে সুখ খুঁজি ঘুরি টই টই!
গুরুর চরণে গিয়ে- নত করি মাথা
বলি-‌‌‘‘গুরু কই পাবো সুখ নামে ছাতা!’’


হেসে বলেন-গুরুজী ‘‘তুই বড়ো গাধা
সুখ হলো জীবনের- জটিল এক ধাঁধা!
মানুষের চাওয়া-পাওয়ার এক বিস্ময়!
নিজের জা’গাতে-কেউ মোটে সুখি নয়।
সুখের পিছনে তাই- করে রোজ ধাওয়া,
সুখ থাকে অধরাই যায় না তো পাওয়া।
বলি তোকে মনে রাখিস-সার কথা এই
সুখ থাকে সকলেরই- নিজ গৃহেতে-ই।”


২৩/০৪/২০১৫, বৃহস্পতিবার, লালমনিরহাট।