কেউ এখানে সমাজপতি
কেউ যেন খড়কুটো,
কারো আছে সোনার থালা
কারো বাসন ফুটো!


অর্ধ পেটে কেউবা খেটে
বানায় কারো বিত্ত;
কেউবা তাতে দিনে রাতে
আয়েশ করেন নিত্য!


অসুখ-বিসুখ আপদ বালাই
এসব যাদের সংগ;
খোদ বিধাতাই তৃপ্ত যেন-
দেখে তাদের রঙ্গ!


এই হালে দিন যাচ্ছে কেঁটে
পাইনা খুঁজে উপায়-রে,
অদৃশ্য এক শিকল যেন-
জড়িয়ে আছে দুপায়-রে!


*রচনাকাল : ০৩/মে/২০১৫, লালমনিরহাট।