এপাশ.
ঋণের দায়ে নাক ডুবেছে, কেবল দুচোখ বাকি,
সেই দুচোখে নরক জ্বেলে অবাক চেয়ে থাকি!
ঋনের বোঝা মাথায় নিয়ে, জন্ম নিলো ছেলে-
এই ছেলেটা মানুষ হবে ক্যামনে হেসেখেলে?


ওপাশ.
জাত বিকিয়ে বিদেশ থেকে ডলার আসে ঋনে,
সেই ডলারে আমলারা সব ফাঁপছে দিনে দিনে।
তার উপরে সাংসদীয় সুযোগ আছে মেলা;
পরের ধনে আসন পেতে চলছে রঙের খেলা।


রচনা : ১৩ মে ২০১৫, লালমনিরহাট।