এপাশ.
ফাগুনানন্দে; দোদোল ছন্দে; গুঞ্জে অলি ফুলের‘পরে!
প্রেমের ভাষা; সর্বনাশা; আলো-আঁধারে খেলা করে!
স্বপ্ন নামে, রঙিন খামে; লিখলো চিঠি অচিনপুরে!
কুমারী মাতা; জীবন খাতা; হিবিজিবি সবটা জুড়ে!


ওপাশ.
কষ্ট চেঁপে,  নিত্য মেপে; কোমল হাতে পড়ছে কহর!
নাকেতে খৎ; আইন আদালত; রুক্ষ মরু সুখের নহর!
লক্ষ্য বিহীন; শংকিত দিন; বুকে মানিক আগলে রাখা।
বলুন যিশু- এই যে শিশু, কার পাপে তার জীবন ঢাকা?


২৩ মে ২০১৫, লালমনিরহাট।