স্বপ্নে সেদিন-
আপন মনে- বৃন্দাবনে- ঘুরছিলাম!
ঘোরা তো নয়, পাখির মত উড়ছিলাম!
হঠাৎ দেখি- কৃষ্ণ এলো! রাধা এলো!
রাধার সাথে আমার মেজ দাদা এলো!
আমায় দেখে ভীষণ রেগে-দিলো তাড়া,
বললো-দাঁড়া, এই বয়সে-প্রেম কাননে?
দেখাচ্ছিরে হতচ্ছাড়া!


ওরে বাবা!
কি আর করি, পড়ি মরি  উর্ধ্বশ্বাসে-
ছুটে পালাই! আমায় দেখে সবাই হাসে!
হাসুক সবাই, আমি জবাই হবো নাকো-
দাদার হাতে!ঢেড় হয়েছে তোমরা থাকো!
হঠাৎ খপাস! অমনি ধপাস! গেলাম পড়ে!
কপাল ভাল! খাট থেকে মেঝের ‘পরে
অবাক হলাম দু’চোখ মেলে- সারাঘরে
আমার সাথে-
ভোরের আলো খেলা করে !


রচনা : ০৪ জুন ২০১৫, লালমনিরহাট।