সবাই আমায় ‘খোকন’ ডাকো
খোকন আমি নাকি?
এই দেখোনা এক টানেতেই
আঁকতে পারি পাখি!
          
আঁকতে পারি গাছ-গাছালি
লতা-পাতা সীম,
পাখির বাসাও আঁকতে পারি
আঁকতে পারি ডিম!


আঁকতে পারি ফসল ভরা
ধান-কাউনের মাঠ;
আঁকতে পারি নৌকা বাধা-
খেয়া পারের ঘাট!


আঁকতে পারি ঝিলের জলে
বুনো হাসের খেলা,
আঁকতে পারি আকাশ ভরা
লক্ষ তারার মেলা।


আঁকতে পারি খালের উপর
ছোট্ট বাশের সাঁকো।
তবু কেন তোমরা আমায়-
খোকন বলেই ডাকো!