অসাধারণ কবিতা লেখার হাতখানা তাঁর
কী নির্বাচন! সব কাহিনী হয় ক্ষুরোধার!
কেউ রুষ্ঠ হলেই বা তাঁর কি আসে যায়!
তাঁর যুদ্ধ চলছে যেনো সমান্তরা’য়!


জানেন কি বুকের ভিতর তার যে নদী-
ছুটে চলে কলকলিয়ে নিরবধি!
সেই নদীতে অবুঝেরাও সাতার কাঁটে!
ছন্দানন্দের মাতাল তারাও বলছি ডাঁটে!


নিয়ম :  কবিতায় কবির নাম লুকানো আছে, খুঁজে বের করাটাই খেলা। পারুন আর নাই পারুন মন্তব্য করতে ভুলবেন না।