বাঙলাদেশী বাঙগালী তিনি-
বাঙলাতে গান সারি
বাঙলা নিয়ে বাঙালী-বাবু
বড় যে অহংকারী!


লুকিয়ে লুকিয়ে লুকোচুরি-
লুটেরা বললে-দোষ,
লুট করে নেন পাঠক হৃদয়,
লম্বা কথার জোশ!


চরম চরম কথায় নরম
চরিত্র তার ভালোই
চন্দনা কয়-চাচার আছে
চাঁদের মত আলোই!


রতন বলেই যতন করি,
রাখি বুকের মাঝে,
রহস্য তার স্বীয় নামেই
রহস্য নেই কাজে!


<>০০<>০০<>০০<>


ধাঁধাঁ : দেখুন তো আজকের কবিতায় কোন প্রিয় কবির নামটি লুকানো রয়েছে? প্রতিটি অক্ষর যদি একবার ব্যবহার করা যায়
কবির নাম কতোবার লেখা যাবে?