কবি সে এমন, কবিতায় ফোটে ফুল-
বীরদর্পে-
সত্য আগলে, করেন-মিথ্যের নির্মূল!


কবি সে এমন- বহুকিছু তাঁর জানা।
বহুমাত্রিক-
কবিতা যে তাঁর- ময়ূরপঙ্খী খানা!
শাসন-বারণে সব দিকে ষোল আনা!


<>০০<>০০<>০০<>০০<>
ধাঁধাঁ : দেখুন তো আজকের কবিতায় কোন প্রিয় কবির নামটি লুকানো রয়েছে?