যদি বলি তিনি এই আসরে- আমাদের গৌরব।
কবিতারা তাঁর ফুলের মতোই ছড়াচ্ছে সৌরভ!
            এপার ওপার দুই বঙ্গ!
            একই মায়া সুর তরঙ্গ!
কবিতায় তাঁর - ছন্দেরা সব দ্বন্দ ভুলে হাসে!
যাঁর কলমে খুব সহজেই মানবতা উঠে আসে!
           বলুন কে সে পান্থ-কানাই
দিবা-রাত্র বাজান সানাই, বছরের বারো মাসে?