ফাগুন যখন বললো ডেকে-‘আগুন নিবে নাকি?’
আমার মুখে রা’ ছিলোনা, অবাক চেয়ে থাকি!
মন পুড়েছে দেহের আগে,
তাই সহসা ইচ্ছে জাগে-
কোন খেয়ালে কখন জানি হলাম মাখামাখি!


এখন আমার দিন কাটে না তার বিহনে থেকে!
ঘুম আসেনা চোখের পাতায়, তারে আড়াল রেখে!
কে জানতো প্রেমের মরন-
নিত্যটাদিন করবো বরণ!
তাইতো এখন ওসব কথা রাখিনা আর ঢেকে!


পাড়ার লোকে মন্দ বলে, আমার কি যায় আসে!
আমার ভিতর ফাগুন এখন খিলখিলিয়ে হাসে!
তার হাসিতে আমার সুখ,
চাইনা বেশী এত্তোটুক!
সারাজীবন আগুন শুধুই থাকুক আমার পাশে!