ক.
সুখ-নগরের সুখেন রাজার-
সুখের কথা শুনে-
আমি তো ভাই ভীষণ অবাক
রাজার এমন গুনে!


প্রজারা কেউ থাকলে উপোস-
লন না খাবার মুখে,
জনগণের ব্যথায় কাঁদেন,
জড়িয়ে ধরেন বুকে!



আমার দেশে রাজা তো নেই
আছেন দু’জন রাণী;
ইনি ওনার আঁচল ধরে-
করেন টানাটানি!


পরস্পরের গীবত তাঁরা-
বেড়ান শুধু গেয়ে,
কথায় তাঁরা অনেক বড়
স্বীয় কাজের চেয়ে!


দেশ-জনতায় তাঁদের দরদ
মুখে মুখেই আছে;
ক্ষমতার ঐ আসন কেবল-
চোখের তারায় নাচে!
____________________
# ০৮ আগষ্ট ২০১৫, লালমনিরহাট।