এক.
ত্রিশ বছর চলছি বয়ে,
তোমার স্মৃতির ভার
সবকিছু তো নিয়েই গেছো;
ঐটুকুন আমার-
পারলে নাতো কেড়ে নিতে,
কিংবা সকল মুছে দিতে!
তবুও তুমি বিজয়িনী.
আমার যতো হার!


দুই.
সুখের সানাই নিত্য বাজাও
নিত্য ছড়াও আলো
তোমার পার্টি করছে যারা
বলছে ভালো ভালো!
কোনটা আসল কোনটা মেকি
বোঝইনা তো তুমি সে কি!
আমার পেয়ালাতে শুধু-
বিষের সরাব ঢালো।


তিন.
রাত্রি শেষে যেমন করে
ভোরের আলো ফোটে
ঠিক তেমনই তোমার মনে
সূর্য যেনো ওঠে!
থাকি আমি আশায় আশায়
ঘুম, জাগরণ ভালোবাসায়
তাইতো জানি আমার ভাগে-
দুঃখ শুধু জোটে!


_____________________
# ০৯ সেপ্টেম্বর ২০১৫, লালমনিরহাট।