কাল ছিলন ঐ গাঁয়ে হরিপদ ঢাকি,
পূঁজা-পার্বনে তাঁরে লইতাম ডাকি!
বাজাতো সে মন খুলে,
তালে তালে সব ভুলে,
উৎসবে আলাদা আমেজ দিতেন আঁকি!
তাঁর কাজে কক্ষনো ছিলনা তো ফাঁকি!


আজ আছেন এই গাঁয়ে মধু সরকার।
পার্বনে এসে বলেন- ‘কী দরকার?’
যে পড়েন তার ফাঁদে-
প্রকাশে-গোপনে কাঁদে।
মুখে বলে-‘আমি আছি তবে ডর কার?’
আসলে সে তেল খোঁজে’ স্বীয় চরকার!


________________________
# ১২ সেপ্টেম্বর ২০১৫, লালমনিরহাট।