নগেন চন্দ্রের বড় ছেলে-
যগেন চন্দ্র রায়,
এখন নাকি বিরাট নেতা
ঢাকার উত্তরায়!


তাঁর দাপটে বাঘে-মোষে
জল-খায় দুই মিলে,
মন্ত্রী-মিনিষ্টারও নাকি
তার কথাতেই হিলে!


গাড়ি, বাড়ি, কর্মচারী,
ব্যাপার হুলুস্থুল;
এসব শুনে মনের ভিতর
আশার ফোটে ফুল!


তিনটি বছর আগেই আমি
পাশ করেছি বি.এ,
তখন থেকে ইন্টারভিউ
যাচ্ছি শুধু দিয়ে!


চাকুরী যেনো সোনার হরিণ
যাচ্ছে নাতো ধরা,
কী লাভ হলো করে তবে-
এত্তো লেখাপড়া!


মনে মনে ঠিক করলাম-
যা কপালে আছে,
চাকুরী খোঁজে যাবো এবার
যগেন দাদার কাছে!


পরের দিনই রেল গাড়িতে
এলাম ঢাকা শহর
শহরটা নেই আগের মতো
বেড়েছে তার বহর!


উত্তরাটাই অনেক বড়
কয়েকটা সেক্টর,
রিকসা নিয়ে সারাটা দিন
খুঁজি দাদার ঘর!


খুঁজে খুঁজে ক্লান্ত ভীষণ
কষ্ট ভাংগে ঢেউ;
এত্তো বড় নেতার নাকি
নাম শোনেনি কেউ!


____________________
# ১৩ সেপ্টেম্বর ২০১৫, লালমনিরহাট।