তিন.
উচিত কথা কইলে পরে-
পুরো'ত বেজার হয়!
অন-উচিতে ঠাকুর ঘরে-
ভক্তগণের ভয়!


যাচ্ছে জীবন ভয়ে ভয়ে;
দ্বন্দ-দ্বিধায় ক্ষয়ে ক্ষয়ে!
লোকে জানে ধর্মভীরু
আমার পরিচয়!


চার.
খবর পেলাম ঘোষপাড়াতে
ঠাকুরে দুধ খায়!
আচানক এই কথা শুনে
পিলেটা চমকায়!


গিয়ে দেখি-
             কান্ড সেকি!


পুরো’ত ধরে দুধের বাটি,
দুধ গড়াচ্ছে পায়!
ঠাকুর নাকি খাবার সময়
দুধ ওমন উছলায়!