এক ছিল ভূঁত। নাম অদভূঁত!
তার ছিল এক পিসি;
নাকী স্বরে করতো কাঁদন -
রাত্রি হলেই নিশি।


তেঁতুল গাছের মগ-ডালেতে
পিসির ছিল ঘর;
অদভূঁতের সেথায় যেতে-
করতো ভীষণ ডর!


তবুও তার মনটা কাঁদে-
পিসি বলে কথা,
বুকের ভিতর পুষে রাখে
অধীর ব্যাকুলতা!


একদিন সে সাহস করেই
অনেক গভীর রাতে,
মগ-ডালেতে চড়ে, দেখা-
করতে পিসির সাথে!


: কাঁদচো কেঁনো? কীঁ হঁয়েছে?
বঁলো আঁমায় পিঁসি!
পিসি বলে- হাঁরিয়ে গেঁছে
আঁমার তেঁলের শিঁশি!


: বঁলো আঁমায় কঁই হাঁরালে
আঁনবো আঁমি খুঁজে!
: তেঁপান্তঁরের মাঁঠে খুঁজিস
চোঁক্ষু দুঁটি বুঁজে!


________________________
# ০৪ অক্টোবর ২০১৫, লালমনিরহাট।
________________________
কৈফিয়ত : এই ছড়াটা অমূলক! অর্থহীন! আমার একমাত্র মেয়ে স্বর্নার বিশেষ অনুরোধ-একটি ভূঁতের ছড়া লিখতেই হবে, তাই লেখা। সে চতুর্থ শ্রেণীতে পড়ে, পৃথিবীতে ভূত আছে এটা তার বিশ্বাস।