কিছু কিছু অনুভূতি হয়না প্রকাশ ভাষায়!
মনের মাঝে
সকাল-সাঁঝে
মাখামাখি হয়ে থাকে অসীম ভালোবাসায়!


আপন চেয়ে আপন আমার ছুঁয়েছে প্রাণ!
এমন আদর
বুকের চাদর
জড়িয়ে রাখি বুকের মাঝে, সেই সম্মান!


এই তো স্বদেশ, এই বাঙালী আতিথেয়তা
ভরলো এমন
ধন্য জীবণ
মন দিয়ে হয় মনের সাথে মনের কথা!


যতন করে রেখেছি তুলে স্মৃতির ঘরে!
দিন ফুরোবে,
বুক জুড়োবে!
অমূল্য ধন জীবন বাঁকের শেষ প্রহরে!


____________________________
০৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা পেরীয়ে, হাজির হয়েছিলাম আমার এবং এই আসরের প্রিয়কবি শ্রদ্ধেয় আরশাদ ইমামের সাথে স্বাক্ষাতের উদ্দেশ্যে তাঁর বাস-ভবনে। কবি এবং কবি পরিবারের আতিথেয়তা এবং সম্মান আমাকে ভীষণ ভাবে মুগ্ধ করেছে। ক্ষনিকের সেই স্মৃতিটুকু আমার জীবনের এক অমূল্য অধ্যায় হয়ে রয়ে যাবে আমরণ। এই কবিতা সেই কিছুক্ষন সময়ের স্মৃতি ধরে রাখার প্রয়াস!


# ১৩ অক্টোবর ২০১৫, লালমনিরহাট।